Saturday, December 26, 2015

কুরআন শিক্ষার টাইটেল গান

                                





কুরআন শিক্ষার টাইটেল গান

                                 Avj-KziAvb Avi Avj-nv`x‡mi mnxn wkÿv‡Z
Avjøvn cv‡Ki ing cv‡e Aviwe fvlv‡Z ||
‡mB †m fvlv wkL‡e Av‡iv weÁv‡bi e¨envi
Av‡qvR‡b cÖ‡qvR‡b evivKvn jvwb©s †m›Uvi||

my¯’ I my›`i Av‡jvq ivOv kZ KwP cÖvY
ü`q Kv‡o Zbyg‡b †fv‡ii AvRvb||
BK¡iv BK¡iv eo n‡e,Rvb‡e KziAv‡bi e¨envi|

Avwg Zzwg †mvbvgwb mevB KziAvb co‡e
nv`xm KziAvb ey‡S c‡o RxebUv‡K Mo‡e||

wPi¯’vqx GK Av‡jvi c‡_ wgj‡e Áv‡bi fvÛvi||



weï× KziAvb †ZjvIqvZ wkÿv
G¨vivweK A_© I nv`xm wkÿv
AÁZvi Kvwjgv we`yixZ K‡i
Avuav‡i Rvj‡e Av‡jv|
wPi¯’vqx GK Rxeb MV‡b
KyiAvbB me‡P‡q fvj|
evivKvn jvwb©s †m›Uvi
mKj ai‡bi KziAvwb wkÿvq
evivKvn G¨vivweK jvwb©s †m›Uvi \

my¯’ I my›`i g‡bvig RxebB kvwšÍi Dc‡hvMx cš’v
Avwg I cwo Avi ZzwgI co e`‡j hv‡e G RxebUv \
Drmv‡ni mv‡_ hvI GwM‡q fz‡j hvI Kztms¯‹vi
mv‡_ wb‡q KziAvb nI Av‡Mvqvb
evivKvn G¨vivweK jvwb©s †m›Uvi||H

Saturday, November 28, 2015

মালিক শাই - এস এম মঈন


মালিক শাই
                                                   - ---------- এস এম মঈন
ইয়া রাহমান, ইয়া রাহীম,
ইয়া মালিকি ইয়াওমিদ্দিন,
ইয়া রাহমাতুল্লিল আলামিন ।।
মালিক শাই --------
তুমি ছাড়া এই জগতে কোন গতি নাই
তুমিতো মাবুদ মাওলা  জপে মন সারাবেলা
তোমার ঐ মধুর নামে কোন শরীক নাই ।।

এই ভবেতে যতই দুরে যাইনা আমি হায়
গ্রহ উপগ্রহ সৌরজগতে ভিড়াই
যখন যেথায়  একাই রবো
শুন্য মনে একলা হবো।
সেই জগতেও আছো তুমি অধমের সহায় ।।

খাচার পাখির ডাকটা তুমি ঠিকই বুঝে লও
আকাশ বাতাস কাঁদলেও সে তুমিযে মিটাও ।।
তোমার অসীম ভালবাসায়
বুক পেতেছি আশায় আশায়
আরজী শুধু মালিক তোমায় কাছে যেন পাই ।।

Sunday, November 22, 2015

অামি বৈরাগী নই- এস এম মঈন

 অামি বৈরাগী নই
                                                   ----------- এস এম মঈন
জাত কুলমান সবই আছে
তোমার ধ্যানে মত্ত রই
আজব এই কারখানাতে
খাচায় বন্দি দিনে রাতে,
ক্ষণিকের মায়ার জ্বালে
আমি অধম পাগল নই ,
আমি তো বৈষ্ণবী নই 
অামি ভাই বৈরাগীতো নই ।।

আমি ভাই ষোলআনা,
ভাবিনা-দাড়ি মোচে জ্বটবাধাচুল জংলীপনা
নেশা করে মাতাল হয়ে ধুনচী নাচের ধার ধারিনা।।
আমি ধর্ম দিয়ে কর্ম সারি
অন্তরেতে কুরআন সই ।।
আমি তো বৈষ্ণবী নই 
অামি ভাই বৈরাগীতো নই ।।

লালনের বাউল পনা
বোকা মন খোদার তরে মজেই থাকে আরশীকোনা
আমি তাই সকল বাউল মনের করি আরাধনা।।
যেন উর্ধ্বলোকে বসত গড়ার 
একই তালে আরজি লই ।।
আমি তো বৈষ্ণবী নই 
অামি ভাই বৈরাগীতো নই ।।

Saturday, November 14, 2015

মন বানী- sm moin

gb evYx
Gm Gg gCb
†n weavZv cyiv Ki gbevYx
ci RM‡Z cvB †hb kvšÍxi D`¨vb Lvwb
Gn Rxe‡b †gvi gb Avkv bvwn †cjvg
†ZvgviB †cÖibvq †gvi Rxeb †Kvievb Kijvg |
fzeb gv‡S `ytL †Køk KZ wKQz †cjvg
Zey †n_vq kvšÍxi cš’v wb‡R †e‡Q wbjvg |
wnsmv we‡Øl fzwj †hb Mvwn Ze ¸bMvb ,
Zzwg LvwjK Zzwg gvwjK eywS †hb Zekvb |
Zey ÿgv Pvwn †gvi AbyZß cvc ivwk
c„w_exi †fvM wejvm mKj †Mvgivwn  |
fzwjbvB Gaivq mKj wKQz ÿb¯’vqx ,
g„‡Z¨i †cqvjv cvb Zvici ¯’vqx |
†Zvgvi Áv†b D™¢vwmZ †gvi gb cÖvb ,
Rvwb Rxe‡b hvnv Kwi‡ev iwn‡e A¤øvb |


prithibita akta bojha- sm moin



পৃথিবীটা যেন একটা বোঝা
-------------
এস এম মঈন

পৃথিবীর আনাচে কানাচে কোটি কোটি প্রাণের বসবাস
কোন প্রাণ গায় গান, সুখে করে উল্লাস
আবার কোন জীবন নির্মমতার চরমে করে উপবাস ।।
মাঝে মাঝে পৃথিবীতে আসাকে অনেক ধন্য মনে করি
আবার কিছু সময়-কেন এলাম ধরাতে তাই, কেঁদে কেঁদে মরি।
ধরুন : আমার জীবন ছিল, আনান্দেতে ভরা,
বাবা,মা আত্নীয় স্বজন ছিল আকাশ ভরা তারা।।
মায়া,ভালবাসা,মমতার কখনো ছিলনা কোন অভাব
হৃদয়টা তাই মমতা মাখা, সৎ আদর্শের স্বভাব ।।
চাইলেই পারিনা কোন অনিষ্টতার সাথে জড়াতে
জীবন গেলেও পারবোনা,দুষ্কার্য্য ছড়াতে ।।
কিন্তু যদি জীবন থেকে সবই দুরে চলে যায়
আপন সবাই ভুল বুঝে যদি আমাকেই ভুলে রয়,
তখন যদি কারো ভালবেসে জীবন কাটাতে চাই
সেও যদি মোর গলার কাটা হয়ে বিধতে চায়
তখন বল : কেমনে বাচি,
কারলাগি এই পৃথিবীতে আছি !
তখন ভাবি- আর নয় কারো জন্যে
পৃথিবীতে অন্যের তরে,হয়েছি শুধু হন্যে
তখনই আর লাগেনা ভালো, জীবন বোঝা বইতে
বারে বারে যেন ডুকরে কাঁদি
কেন ? বিধি তুমি দিলে পৃথিবী
বোঝা আর বইবোনা আমি
অবসান চাই,বিশ্রাম চাই --হে- অন্তর্যামী ।।।।।



Saturday, May 9, 2015

মাটি মানুষে-এস এম মঈন

মাটি মানুষে।
-----------------------
ফুল সুরভী মেখে
বাতাসে হেসে হেসে
মিশে যেতে চাই আমি
মাটি মানুষে।

চৈত্রের খরতায় ফসল মরে যায়
শুকিয়ে নদীর পানি চৌচির হয়ে রয় ।
বৃষ্টির সাথে যেন ভালবাসা ফিরে আসে
থাকবো আমি শুধু মাটি মানুষের পাশে ।। ঐ

সমাজের কলহ দুর্বিসহ হয়
অনিয়মে হানাহানি প্রতিদিন কেন বয়।
দক্ষিণা হাওয়ার সাথে পাপ উড়ে যাবে শেষে
থাকবো আমি শুধু মাটি মানুষের পাশে ।। ঐ

Thursday, May 7, 2015

prithibi jeno akta bojha-poem



পৃথিবীটা যেন একটা বোঝা
-------------এস এম মঈন

পৃথিবীর আনাচে কানাচে কোটি কোটি প্রাণের বসবাস
কোন প্রাণ গায় গান, সুখে করে উল্লাস
আবার কোন জীবন নির্মমতার চরমে করে উপবাস ।।
মাঝে মাঝে পৃথিবীতে আসাকে অনেক ধন্য মনে করি
আবার কিছু সময়-কেন এলাম ধরাতে তাই, কেঁদে কেঁদে মরি।
ধরুন : আমার জীবন ছিল, আনান্দেতে ভরা,
বাবা,মা আত্নীয় স্বজন ছিল আকাশ ভরা তারা।।
মায়া,ভালবাসা,মমতার কখনো ছিলনা কোন অভাব
হৃদয়টা তাই মমতা মাখা, সৎ আদর্শের স্বভাব ।।
চাইলেই পারিনা কোন অনিষ্টতার সাথে জড়াতে
জীবন গেলেও পারবোনা,দুষ্কার্য্য ছড়াতে ।।
কিন্তু যদি জীবন থেকে সবই দুরে চলে যায়
আপন সবাই ভুল বুঝে যদি আমাকেই ভুলে রয়,
তখন যদি কারো ভালবেসে জীবন কাটাতে চাই
সেও যদি মোর গলার কাটা হয়ে বিধতে চায়
তখন বল : কেমনে বাচি,
কারলাগি এই পৃথিবীতে আছি !
তখন ভাবি- আর নয় কারো জন্যে
পৃথিবীতে অন্যের তরে,হয়েছি শুধু হন্যে ।
তখনই আর লাগেনা ভালো, এ জীবন বোঝা বইতে
বারে বারে যেন ডুকরে কাঁদি
কেন ? বিধি তুমি দিলে পৃথিবী
এ বোঝা আর বইবোনা আমি
অবসান চাই,বিশ্রাম চাই --হে- অন্তর্যামী ।।।।।

Wednesday, February 25, 2015

apekkhar prohor-poem





অপেক্ষার প্রহর


--------------এস এম মঈন

-------------
অপেক্ষা কর শয়তানের মরণ

একদিন হবেই

যারা পৃথিবীতে শয়তানের সহোদর

জাহান্নাম তাদের হবেই হবেই।।

Monday, February 23, 2015

allah k voy karo- sm moin




amar bangla koi-poem




আমার বাংলা কই


----------------এস এম মঈন

জন্ম থেকে শুনছি আমি বাংলা ভাষার গান
মায়ের মুখে খোকা ডাকটি সত্যি জুড়ায় প্রান ।।
গায়ের বুকে কৃষক, রাখাল বাংলা মায়ের পরশ
পল্লী ভাটিয়ালীর সুরে দিন কেটে যায় সরশ ।।
আগের দিনে মা খালারা বলতো টীকা টিপ্পনী
এখন তো সেই শায়ের ছন্দ নেই তো চুলের বিউনী ।।
শাড়ি ফতুয়া,পান্তা ইলিশ চিংড়ী ,সবই আমার দেশি
এখনতো সেই দেশি শব্দে বেশি বেশি বিদেশী ।।
এখন মোদের বাংলা ভাষায় ভালবাসা নেই 
আই লাভ ইউ হলো সেরা ভাষা এখন বাংলাতেই ।।
রেডিও টিভি মঞ্চ প্রগ্রামে সব খানে হাফ বাংলা
সম্পূর্ণ বাংলায় বললে বলে,এতো সেকেলের হ্যাংলা ।
এখন আবার গানের মাঝেও চলছে বাংলার বিকৃতি 
খাটি বাঙালীর চাকরি হয়না , কোথাও নেই স্বীকৃতি ।
সাইন বোর্ড, বিল বোর্ড সবই ইংলীশ
বাংলায় প্রচার কম
আমি বলবো : এরা বাঙালী নয়
এদেশের নরাধম ।।
বছরে একদিন পান্তা খেলে বাঙালী হয়না 
বাঙালী দেখলেই বুঝা যায়
কারো শরীরে লিখতে হয়না ।।
অনুরোধ করি সবার কাছে, বলুননা এদেশে এমন কে আছে ?
যে বাংলাতে হাসে, বাংলাতে কাঁদে, বাংলাতে গায় গান,
বাংলাকে ঘিরে সুখ দুখ তার জীবনের কলতান ।
পাবেনা পাবেনা পাবেনা ! তবে - এমন কি কেউ হবেনা !
তাই প্রশ্ন জাতির কাছে, সব কিছু যাক গোল্লায়ে 
তবু বাংলা আমার সই 
আমার ভাইয়ের রক্তের একুশ, মায়ের ভাষা কই
আমার ভাষা কই, বাংলা আমার মাতৃভাষা
আমার বাংলা কই !!