My ISLAMIC SONG






সার্থকতা

-------এস এম মঈন

প্রতিটি কাজের মাঝে প্রতিযোগিতা কর

তবেই পাবে সফলতা

প্রতিটি কাজে যদি আনন্দ মিশে থাকে

কাজে পাবে পূর্ণ সার্থকতা ।।
ভাল কাজে যদি তুমি

স্রোষ্টার নাম নিয়ে
একমনে করে যাও সারাক্ষন
পাবেই সে কাজে তার

নিশ্চিত সফলতা
রহমত হবে জানি অবতরন ।
যদি তুমি ভুলে যাও
অন্য দিকে মন দাও
সে কাজে পাবেনাতো পূর্ণতা ।। ঐ
মন যদি চলে যায়
বেখেয়ালী ভাবনায়
সে কাজে মন দিতে যেওনা,
আগে তুমি মনটাকে
বেধে রাখো অকপটে
ভুলে যাওয়া স্মৃতি গুলো কাছে ডেকনা ।
তখনই তো মন দাও
সেই কাজ করে নাও
নিশ্চিত খুজে পাবে সার্থকতা ।। ঐ

নাতে কাওয়ালী
-------এস এম মঈন
ইয়া মুহাম্মদ মুস্তাফা নাবী সাল্লেয়ালা
উম্মতের কান্ডারী তুমি মদিনাওয়ালা
শাফায়াতের মালিক তুমি কাওসার আলা

সাল্লেয়ালা সাল্লেয়ালা মদিনা ওয়ালা
কাওসার আলা কাওসার আলা কামলিওয়ালা।।
১২ই রবিউল আউয়ালে এলে
এ ধরায় রবির আলো ছড়িয়ে দিলে ।।
আহলান সাহলান জানায় সকলে হরদম
কুল-মাখলুক তোমায় জানায় সালাম ।
তুমি যে গলার মালা ।। ঐ
আখেরী নাবী সাইয়্যেদুল মুরসালীন
নয়নমনি রহমাতুল্লিল আলামিন ।।
সালাম সালাম হাবিব লওগো সালাম
তোমার উম্মত মোরা এলাহীর গোলাম।
তুমিতো নুরে উজ্বালা ।।

বিসমিল্লাহ
তারই প্রেমে তারই নামে স্মরন রাখা চাই
তিনি ছাড়া কোন কাজের সফলতা নাই ।।
সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ

ঘুম থেকে উঠে - বিসমিল্লাহ
নাস্তার ও আগে- বিসমিল্লাহ
পোশাক পরিধানে ।
যাত্রার আগে-বিসমিল্লাহ
পড়ার আগে-বিসমিল্লাহ
অযুর পূর্বে ।।
নামায,কালাম,অযু,গোসল, খেলার শুরুতে
বিসমিল্লাহ বিসমিল্লাহ ।।

কবিতা বলায়  -বিসমিল্লাহ
গানের গলায়-বিসমিল্লাহ
পানি পিপাসায় ।।
কোন কিছু ধরতে-বিসমিল্লাহ
কোন কিছু শিখতে-বিসমিল্লাহ
বাসায় ঢুকতে ।।
জায়নামাজে মধুর সুরে কুরআন তেলাওয়াতে ।।
বিসমিল্লাহ বিসমিল্লাহ ।।

মালিক বলো কে?
এতো সুন্দর এই পৃথিবীর মালিক বলো কে?
তোমার আমার সৃজন করে স্রোষ্টা হলেন যে
বন্ধু তুমি বলো - হবে কেন এলোমেলো,
স্রোষ্টা যিনি মালিক তিনি, প্রশংসাটা তাকেই বলো
হাবিবী সুবহানাল্লাহ, হাবিবী মাশা- আল্লাহ
হাবিবী - হাবিবী- হাবিবী- আল-হামদুলিল্লাহ ।।
মাটি মানুষে।
-----------------------
ফুল সুরভী মেখে
বাতাসে হেসে হেসে
মিশে যেতে চাই আমি
মাটি মানুষে।

চৈত্রের খরতায় ফসল মরে যায়
শুকিয়ে নদীর পানি চৌচির হয়ে রয় ।
বৃষ্টির সাথে যেন ভালবাসা ফিরে আসে
থাকবো আমি শুধু মাটি মানুষের পাশে ।। ঐ

সমাজের কলহ দুর্বিসহ হয়
অনিয়মে হানাহানি প্রতিদিন কেন বয়।
দক্ষিণা হাওয়ার সাথে পাপ উড়ে যাবে শেষে
থাকবো আমি শুধু মাটি মানুষের পাশে ।। ঐ



                                           মালিক শাই
                                                   - ---------- এস এম মঈন
ইয়া রাহমান, ইয়া রাহীম,
ইয়া মালিকি ইয়াওমিদ্দিন,
ইয়া রাহমাতুল্লিল আলামিন ।।
মালিক শাই --------
তুমি ছাড়া এই জগতে কোন গতি নাই
তুমিতো মাবুদ মাওলা  জপে মন সারাবেলা
তোমার ঐ মধুর নামে কোন শরীক নাই ।।

এই ভবেতে যতই দুরে যাইনা আমি হায়
গ্রহ উপগ্রহ সৌরজগতে ভিড়াই
যখন যেথায়  একাই রবো
শুন্য মনে একলা হবো।
সেই জগতেও আছো তুমি অধমের সহায় ।।

খাচার পাখির ডাকটা তুমি ঠিকই বুঝে লও
আকাশ বাতাস কাঁদলেও সে তুমিযে মিটাও ।।
তোমার অসীম ভালবাসায়
বুক পেতেছি আশায় আশায়
আরজী শুধু মালিক তোমায় কাছে যেন পাই ।।

 অামি বৈরাগী নই
                                                   ----------- এস এম মঈন
জাত কুলমান সবই আছে
তোমার ধ্যানে মত্ত রই
আজব এই কারখানাতে
খাচায় বন্দি দিনে রাতে,
ক্ষণিকের মায়ার জ্বালে
আমি অধম পাগল নই ,
আমি তো বৈষ্ণবী নই 
অামি ভাই বৈরাগীতো নই ।।

আমি ভাই ষোলআনা,
ভাবিনা-দাড়ি মোচে জ্বটবাধাচুল জংলীপনা
নেশা করে মাতাল হয়ে ধুনচী নাচের ধার ধারিনা।।
আমি ধর্ম দিয়ে কর্ম সারি
অন্তরেতে কুরআন সই ।।
আমি তো আব্দুল করিম নই 
অামি তো লালন ফকির নই ।।

লালনের বাউল পনা
বোকা মন খোদার তরে মজেই থাকে আরশীকোনা
আমি তাই সকল বাউল মনের করি আরাধনা।।
যেন উর্ধ্বলোকে বসত গড়ার 
একই তালে আরজি লই ।।
আমি তো আব্দুল করিম নই 
অামি তো লালন ফকির নই ।।

No comments:

Post a Comment