desher gaan collection-sm moin




Title: Amar Desher Matir Gondhe
আমারও দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন
শ্যামল কোমল হরষ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন
প্রানে প্রানে যেন তাই
তারই সুর শুধু পাই
দিগন্ত জুড়ে সোনা রঙ ছবি
এঁকে যাই সারাক্ষন
বাতাস আমার সবুজ স্বপ্নে দুলছে
কন্ঠে কন্ঠে তারই ধ্বনি শুধু তুলছে
গানে গানে আজই তাই
সেই কথা বলে যাই
নতুন আশার এনেছে জীবনে
সূর্যেরই  লগন


Title: Dhono Dhanno Pushpo Vora
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
 সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
 সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমিসে যে আমার জন্মভূমি।।
চন্দ্র সূর্য গ্রহতারাকোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।।
এত স্নিগ্ধ নদী কাহারকোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।।
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।





Title: Amar Vaiyer Rokte Rangano
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
নানানানা খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।
সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়েরবোনেরভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্নবস্ত্রশান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।







Title: Chol Chol Chol
চল্‌ চল্ চল্
ঊর্দ্ধ গগনে বাজে মাদল,
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্‌ রে চল্‌ রে চল্
চল্‌ চল্ চল্ ।।
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটিব তিমির রাত
বাঁধার বিন্ধ্যা চল।।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল।।
চলরে নওজোয়ান,
শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে
জীবনের আহ্বান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল্‌ রে চল্‌ রে চল্
চল্‌ চল্ চল্।।

Title: Chotoder Boroder Shokoler
ছোটদের বড়দের সকলের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার  দেশ সব মানুষেরসব মানুষের।।
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।।
হিন্দুমুসলিমবৌদ্ধখ্রিস্টানদেশ মাতা এক সকলের
লাঙলের সাথে আজ চাকা ঘুরে এক তালে
এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন প্রাণে।।
মন্দিরমসজিদগীর্জার আবাহনে।।
বাণী শুনি একই সুরের
চাষাদের মজুরের ফকিরের
ফকিরের নিঃস্বের গরিবের
আমার  দেশসব মানুষেরসব মানুষের
বড়দের ছোটদের সকলের
আমার  দেশ সব মানুষের


Title: Ei Podma Ei Meghna
এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
এই আমার দেশ এই আমার প্রেম
আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে।।
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে
আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববাহিকায়
এখানে রমনীগুলো নদীর মত
নদীও নারীর মত কথা কয়
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয়ে নীল আকাশ বক্ষে নিয়ে
যেন হৃদয়ের ভালবাসা হৃদয়ে ফোটে
আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে
কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে


Title: Ekbar Jete De Na
একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।।
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে
আপন ঠিকানায়
পিদিম জ্বালা সাঁঝের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্প কথার পানশী ভিড়ে
রুপ কাহিনীর বাটে
মধুর মধুর মায়ের কথায়
প্রান জুড়িয়ে যায়
ফসল ভরা স্বপ্ন ঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়

Title: Ek Nodi Rokto Periye
এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না
না না না শোধ হবে না
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের
জীবনের সন্ধান আনলে যারা
সে দানের মহিমা কোন দিন ম্লান হবে না
না না না ম্লান হবে না।।
হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে
জ্ঞানী আর গুনীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না
না না না শোধ হবে না।।
থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে
তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে
মাঠে মাঠে কিষাণের মুখে
ঘরে ঘরে কিষাণীর বুকে
স্মৃতি বেদনার আঁখি নীড়ে
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না
না না না শোধ হবে না।।

Title: Ekti Bangladesh
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।।
তোমার স্বাধীনতা গৌরব সৌরভে
এনেছে আমার প্রানের সূর্যে রৌদ্রেরও সজীবতা
দিয়েছে সোনালী সুখী জীবনের দৃপ্ত অঙ্গীকার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
তোমার ছায়া ঢাকা রৌদ্রেরেরও প্রান্তরে
রেখেছি অতল অমর বর্নে মুক্তির স্নেহ মাখা।।
জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার



Title: Ek Sagor Rokter Binimoye
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না
দুঃসহ  বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির  বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না
কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে
আমরা তোমাদের ভুলব না

Title: Ektara Tui Desher Kotha
একতারা তুই দেশের কথা
বলরে এবার বল
আমাকে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল
জীবন মরন মাঝে
তোর সুর যেন বাজে
একটি গানই আমি শুধু
গেয়ে যেতে চাই
বাংলা আমার আমি যে তার
আর তো চাওয়া নাই রে
আর তো চাওয়া নাই
প্রানের প্রিয় তুমি
মোর সাধের জন্মভূমি
একটি কথায় শুধু আমি
বলে যেতে চাই
বাংলায় আমার সুখে দুঃখে
হয় যেন গো ঠাই রে
হয় যেন গো ঠাই
তোমায় বরন করে
যেন যেতে পারি মরে


Title: Jonmo Amar Dhonno Holo
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।
তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো আমায়-
বুকে যদি রাখো মাগো।।
তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,
তুমি আমারতুমি আমার খেলার পুতুল,
আমার পাশে থাকো মাগো
তোমার প্রেমে তোমার
গন্ধে পরান ভরে রাখি
এই তো আমার জীবন মরণ
এমনি যেন থাকি
বুকে তোমারবুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো মাগো।।

Title: Maago Vabna Keno
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
আমরা হারবনা,হারবনা
তোমার মাটির একটি কণাও ছাড়বনা
আমরা পাথর দিয়ে দূর্গ ঘাটি গড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
আমরা অপমান সইবনা
ভীরুর মত ঘরের কোণে রইবনা
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
আমরা পরাজয় মানবনা
দূর্বলতায় বাঁচতে শুধু জানবোনা
আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি
মাগো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি

Title: Kandari Hushiar
Band: Artcell
Album: Rock 303
দুর্গম গিরিকান্তার মরূদুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার
দুলিতেছে তরীফুলিতেছে জলভুলিতেছে মাঝি পথ,
ছিড়িয়াছে পালকে ধরিবে হালআছে কার হিম্মত?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যত
 তুফান ভারী,দিতে হবে পাড়িনিতে হবে তরী পার।।
অসহায় জাতি মরিছে ডুবিয়াজানেনা সন্তরণ
কান্ডারী আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন
হিন্দু না ওরা মুসলিমওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী বল ডুবিছে মানুষসন্তান মোর মা
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসিয়া অলক্ষ্যে দাঁড়ায়েছে তারাদিবে কোন বলিদান
আজি পরীক্ষাজাতির অথবা জাতের করিবে ত্রাণ
দুলিতেছে তরীফুলিতেছে জল,কান্ডারী হুশিয়ার!
দুর্গম গিরিকান্তার মরূদুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার


Title: Karar Oi Louho Kopat
Band: Artcell
Album: Riotous 14
কারার  লৌহ-কপাট
ভেঙ্গে ফেল্‌ কর্‌ রে লোপাট রক্ত-জমাট
শিকল-পূজার পাষাণ-বেদী!
ওরে  তরুণ ঈশান!
বাজা তোর প্রলয়-বিষাণধ্বংস-নিশান
উঠুক প্রাচীর প্রাচীর ভেদি।।
গাজনের বাজনা বাজা!
কে মালিককে সে রাজাকে দেয় সাজা
মুক্ত-স্বাধীন সত্য কে রে?
হা হা হা পায় যে হাসিভগবান রবে ফাঁসিসর্বনাশী-
শিখায়  হীন্‌ তথ্য কে রে?
ওরে  পাগ্লা ভোলাদেরে দে প্রলয়-দোলা গারদগুলা
জোরসে রে হ্যাঁচকা টানে
মার্‌ হাঁক হায়দরী হাঁক্‌ কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক
মৃত্যুকে ডাক জীবন-পানে।।
নাচে  কাল-বোশেখীকাটাবি কাল সে কি?
দে রে দেখি ভীম কারার  ভিত্তি নাড়ি
লাথি মারভাঙ্রে তালাযত সব বন্দী-শালায়-
আগুন জ্বালাআগুন জ্বালাফেল্‌ উপাড়ি।।



Title: Mora Ekti Ful Ke Bachabo Bole Juddho Kori
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি
যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা
যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা
সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি
মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি
যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে
সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি



Title: Jhonjhar Moto Uddam (Jhornar Moto Chonchol)
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল।।
মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল।।
মোরা সিন্ধু জোঁয়ার কলকল
মোরা পাগলা জোঁয়ার ঝরঝর
কল-কল-কলছল-ছল-ছল
মোরা দিল খোলা খোলা প্রান্তর,
মোরা শক্তি অটল মহীধর
হাসি গান শ্যাম উচ্ছল
বৃষ্টির জল বনফল খাই-
শয্যা শ্যামল বনতল।।



Title: Muktir Mondir Shopan Tole
Artist: Mohini Chowdhury
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হলো বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা
তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।।
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌল মলিন মুখে জোগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।।


Title: O Amar Bangla Maa Tor
 আমার বাংলা মা
তোর আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে
ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কিসের হাসি
চৈতী রাতের উদাস সুরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি
নিলাম্বরী শাড়ী পড়ে
শরৎ আসে ভাদর মাসে
অঘ্রানে তোর ভরা ক্ষেতে
সোনা রঙের ফসল হাসে
দৃপ্ত চাষীর কুড়ে ঘরে
দিস মা গো তুই আঁচল ভরে।।
পৌষ পাবনে নবান্ন ধান
আপন হাতে উজাড় করে
বোশেখে তোর রুদ্রভয়ান
কেতন ওড়ায় কালবোশেখি
জষ্ঠি মাসে বনে বনে
আম-কাঁঠালের হাট বসে কি
শ্যামল মেঘের ভেলায় চড়ে
আষাঢ় নামে তোমার বুকে
শ্রাবণধারায় বর্ষাতে তুই
সিনান করিস পরম সুখে

Title: Nongor Tolo Tolo
নোঙ্গর তোল তোল
সময় যে হল হল
নোঙ্গর তোল তোল।।
(
হেইয়া রেহেইয়া হো,
 মাঝি ভাইমাঝি ভাই)
হাওয়ার বুকে নৌকা এবার জোয়ারে ভাসিয়ে দাও,
শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও,
সমুখে এবার দৃষ্টি তোমার
পেছনের কথা ভোল।।
দূর দিগন্তে সূর্য রথে দৃষ্টি রেখেছ স্থির,
সবুজ আশার স্বপ্নেরা আজনয়নে করেছে ভিড়,
হৃদয়ে তোমার মুক্তির আলো,
আলোর দুয়ার খোল

Title: Purbo Digonte
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লালরক্ত লালরক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লালরক্ত লালরক্ত লাল।।
বাঁধন ছেঁড়ার হয়েছে কাল,
হয়েছে কালহয়েছে কালহয়েছে কাল।।
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লালরক্ত লালরক্ত লাল
শোষণের দিন শেষ হয়ে আসে
অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে।।
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
রক্তে আগুন প্রতিরোধ গড়ে
নয়া বাংলার নয়া সকাল,
নয়া সকালনয়া সকাল
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লালরক্ত লালরক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লালরক্ত লালরক্ত লাল
আর দেরি নয় উড়াও নিশান
রক্তে বাজুক প্রলয় বিষাণ।।
বিদ্যুৎ গতি হউক অভিযান
ছিঁড়ে ফেলো সব শত্রু জাল,
শত্রু জালশত্রু জাল
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
রক্ত লালরক্ত লালরক্ত লাল
জোয়ার এসেছে জন-সমুদ্রে
রক্ত লালরক্ত লালরক্ত লাল।।

Title: O Amar Desher Mati
 আমার দেশের মাটিতোমার ‘পরে ঠেকাই মাথা
তোমাতে বিশ্বময়ীরতোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা
ওগো মাতোমার কোলে জনম আমারমরণ তোমার বুকে
তোমার ‘পরেখেলা আমার দুঃখে সুখে
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা 
 মাঅনেক তোমার খেয়েছি গোঅনেক নিয়েছি মা-
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে-
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা


Title: Prothom Bangladesh Amar Shesh Bangladesh
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।
আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো
সোনা সোনা ধূলিকণা
মাটির মমতায় ঘাস ফসলে
সবুজের আল্পনা
আমার তাতেই হয়েছে
স্বপ্নের বীজ বোনা
অরুপ জোছনায় সাজানো রাঙ্গানো
ঝিলিমিলি চাঁদ দোলে
নিবিড় বনছায় পিউ পাপিয়া
হৃদয়ের দ্বার খোলে
আমার তাতেই রেখেছি
শান্তির দীপ জ্বেলে



Title: Shobkota Janala Khule Dao Na
সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।।
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।


Title: Shona Shona Shona Loke Bole Shona
সোনা সোনা সোনা লোকে বলে সোনা
সোনা নয় ততো খাঁটি
বলো যতো খাঁটি তার চেয়ে খাঁটি
বাংলাদেশের মাটি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি
জন-ধন বলোযতো ধন দুনিয়াতে
হয় কি তুলনা বাংলার কারও সাথে
কতো মা ধন মানিক-রতন
কতো জ্ঞানী-গুণী কতো মহাজন
এনেছে আলোর সূর্য এখানে আঁধারের পথ কাটি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি
এই মাটি তলে ঘুমাইছে অবিরাম
রফিক-শফিক-বরকত কতো নাম
কতো তিতুমির কতো ঈশা খান
দিয়েছে জীবন দেয়নি কো মান
রক্তশয্যা পাতিয়া এখানে ঘুমাইছে পরিপাটি রে
আমার বাংলাদেশের মাটি
আমার জন্মভূমির মাটি



Title: Shono Ekti Mujiborer
শোন একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি
বাংলাদেশআমার বাংলাদেশ।।
এই সবুজের বুকে চেরা মেঠো পথে
আবার যে যাব ফিরেআমার
হারানো বাংলাকে আবার তো ফিরে পাব
শিল্পে-কাব্যে কোথায় আছে
হায়রে এমন সোনার খনি।।
বিশ্ব কবির ‘সোনার বাংলা
নজরুলের ‘বাংলাদেশ
জীবনানন্দের ‘রূপসী বাংলা
রূপের যে তার নেই কো শেষবাংলাদেশ।।
জয় বাংলা বলতে মন রে আমার
এখনও কেন ভাবো আবার
হারানো বাংলাকে আবার তো ফিরে পাব
অন্ধকারে পূর্বাকাশে-, উঠবে আবার দিনমণি।।


Title: Salam Salam Hajar Salam
সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
ভাইয়ের বুকের রক্তে আজি
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি
শহীদ স্মৃতি বরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।



Title: Shundor Suborno
সুন্দরসুবর্ণতারুন্যলাবন্য
অপূর্ব রূপসী রূপেতে অনন্য
আমার দুচোখ ভরা স্বপ্ন
 দেশতোমারই জন্য।।
থাকবে নাকো দুঃখ দারিদ্র
বিভেদ-বেদনা-ক্রন্দন
প্রতিটি ঘরে একই প্রশান্তি
একই সুখের স্পন্দন।।
আমার দুচোখ ভরা স্বপ্ন
 দেশতোমারই জন্য।।
তোমার জন্য হবো দুরন্ত
তোমার জন্য শান্ত
প্রহরী হয়ে দেব পাহারা
যেথায় তোমার সীমান্ত।।
আমার দুচোখ ভরা স্বপ্ন
 দেশতোমারই জন্য।।
সুন্দরসুবর্ণতারুন্যলাবন্য
অপূর্ব রূপসী রূপেতে অনন্য
আমার দুচোখ ভরা স্বপ্ন
 দেশতোমারই জন্য।।



Title: Shurjodoye Tumi Surjasteo Tumi
সূর্যোদয়ে তুমিসূর্যাস্তেও তুমি
 আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।।
জলসিঁড়ি নদীতীরে
তোর খুশির কাঁপন যেন বাজে
… কাশবনে ফুলে ফুলে
তোর মধুর বাসর বুঝি সাজে
তোর একতারা হায় করে বাউল আমায়
সুরে সুরে
সূর্যোদয়ে তুমিসূর্যাস্তেও তুমি
 আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।।
আঁকা-বাঁকা মেঠো পথে
তোর রাখাল হৃদয় জানি হাসে
… পদ্মকাঁপা দিঘী-ঝিলে
তোর সোনার স্বপন খেয়া ভাসে
তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায়
চিরতরে
সূর্যোদয়ে তুমিসূর্যাস্তেও তুমি
 আমার বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি।।


Title: Tir Hara Ei Dheuer Shagor
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে..
আমরা জন নবীন মাঝি হাল ধরেছি
শক্ত করে রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে
জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই
  
জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই
ঘর-বাড়ির ঠিকানা নাই
দিন-রাত্রি জানা নাই
চলার সীমানা সঠিক নাই
জানি শুধু চলতে হবে
 তরী বাইতে হবে
আমি যে সাগর-মাঝি রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে
জীবনের রঙে মনকে টানে না
ফুলের  গন্ধ কেমন জানি না
জানি না
জোছনার দৃশ্য চোখে পড়ে না
না না না
তারাও তো ভুলে কভু ডাকে না
জীবনের রঙে মনকে টানে না
বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়
  
বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়
হাতছানি দেয় বিদ্যুত্‌ আমায়
হঠাৎ কে যে শঙ্খ শোনায়
দেখি  ভোরের পাখি গায়
তবু তরী বাইতে হবে
খেয়া পারে নিতে হবে
যতই ঝড় উঠুক সাগরে
তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে..
আমরা জন নবীন মাঝি হাল ধরেছি
শক্ত করে রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে
তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে


Title: Ora Amar Mukher Bhasha
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে
ওরা কথায় কথায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে-পায়ে
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
কইতো যাহা আমার দাদায়কইছে তাহা আমার বাবায়
কইতো যাহা আমার দাদায়কইছে তাহা আমার বাবায়
এখন কও দেহি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়
কও দেহি ভাই
এখন কও দেহি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
সইমু না আর সইমু নাঅন্য কথা কইমু না
যায় যদি ভাই দিমু সাধের জানআহা যায় যদি ভাই দিমু সাধের জান,
এই জানের বদল রাখুম রে ভাইবাব-দাদার জবানের মান
 হো..হো..হোবাব-দাদার জবানের মান
যে শুইনাছে আমার দেশের গাঁওগেরামের গান
নানান রঙয়ের নানান রসেভইরাছে তার প্রাণ
যে শুইনাছে আমার দেশের গাঁওগেরামের গান
নানান রঙয়ের নানান রসেভইরাছে তার প্রাণ
যপ-কীর্তনভাসান-জারিগাজীর গীত আর কবি সারি
যপ-কীর্তনভাসান-জারিগাজীর গীত আর কবি সারি
আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়
বাংলাদেশের
আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়
ওরা কাদের মুখের কথা কাইরা নিতে চায়
ওরা কাদের মুখের কথা কাইরা নিতে চায়
তারি তালে তালে হৈ ঢোল করতাল বাজে 
বাশি কাশি খঞ্জনি সানাই, (আহাবাশি কাশি খঞ্জনি সানাই
এখন কও দেখি ভাই এমন শোভা কোথায় গেলে দেখতে পাই
 হো..হো..হোকোথায় গেলে দেখতে পাই
পূবাল বায়ে বাদাম দিয়া লাগলে ভাটির টান
গায়রে আমার দেশের মাঝি
ভাটিয়ালি গান, (ভাইরেভাটিয়ালি গান
তার ভাটিয়াল গানের সুরে মনের দুসখু যায়রে দূরে
বাজায় বাশি সেইনা সুরে রাখাল বনের ছায়
রাখাল বনের ছায়
ওরা যদি না দেয় মান আমার দেশের যতই যাক
তার সাথে মোর নাড়ীর যোগাযোগআছে তার সাথে মোর নাড়ীর যোগাযোগ
এই আপদ-বিপদ দুঃখে কষ্টে  গান আমার ভোলায় শোক
 হো..হো..হো গান আমার ভোলায় শোক
এই ঠুং ঠুংয়া ঠুং দোতারা আর সারিন্দা বাজাইয়া
গায়ের যোগী ভিক্ষা মাগে প্রেমের সারি গাইয়াগো
প্রেমের সারি গাইয়া
এই ঠুং ঠুংয়া ঠুং দোতারা আর সারিন্দা বাজাইয়া
গায়ের যোগী ভিক্ষা মাগে প্রেমের সারি গাইয়াগো
প্রেমের সারি গাইয়া
একতারা বাজাইয়া বাউল ঘুচায় মনের সকল আউল
একতারা বাজাইয়া বাউল ঘুচায় মনের সকল আউল
তারা মার্ফতি মুর্শিদি তত্ত্বে পথের দিশা দিয়া যায়
মার্ফতি মুর্শিদি তত্ত্বে পথের দিশা দিয়া যায়
ওরা তাদের মুখের কথা কাইরা নিতে চায়
ওরা তাদের মুখের কথা কাইরা নিতে চায়
ওরে আমার বাংলারেওরে সোনার ভান্ডারে
আরো কত আছে যে রতন আহা আরো কত আছে যে রতন
মূল্য তাহার হয়না দিলেও মনি মুক্তা আর কাঞ্চন
 হো..হো..হোমনি মুক্তা আর কাঞ্চন
আরেক কথা মনে হইলে আঁখি ঝইড়া যায়
ঘুমপাড়াইনা গাইত যে গান মোর দুঃখিনী মায়
আরেক কথা মনে হইলে আঁখি ঝইড়া যায়
ঘুমপাড়াইনা গাইত যে গান মোর দুঃখিনী মায়
ওমায় সোনা মানিক যাদু বলে চুমা দিয়া লইত কোলে
সোনা মানিক যাদু বলে চুমা দিয়া লইত কোলে
আরো আদর কইরা কইত মোরে আয় চান আমার বুকে আয়
আদর কইরা
আরো আদর কইরা কইত মোরে আয় চান আমার বুকে আয়
ওরা মায়ের মুখের কথা কাইরা নিতে চায়
ওরা মায়ের মুখের কথা কাইরা নিতে চায়
কও আমার মায়ের মত গানআমার মায়ের মত প্রাণ
বাংলা বিনে কারো দেশে নাইবাংলা বিনে কারো দেশে নাই
এই মায়ের মুখের মধুর বুলি কেমন কইরা ভুলুম ভাই
 হো..হো..হোকেমন কইরা ভুলুম ভাই
এই ভাষারই লাইগা যারা মায়ের দেয় ভুলান
দেশের মাটি বুকের খুনে কইরা গেছে লাল
এই ভাষারই লাইগা যারা মায়ের দেয় ভুলান
দেশের মাটি বুকের খুনে কইরা গেছে লাল
মনে কইরা তরার কথা কান্দে বনের তরু লতা
মনে কইরা তরার কথা কান্দে বনের তরু লতা
তাইতো ঘরে ঘরে কত মা তায় চোখের জলে বুক ভাসায়
ওরা মায়ের মুখের কথা কাইরা নিতে চায়
ওরা মায়ের মুখের কথা কাইরা নিতে চায়
কইরো না আর দুঃখ শোক শোনরে গাঁও গেরামের লোক
শোন শোন গঞ্জের সোনা ভাইতোমরা শোন শোন গঞ্জের সোনা ভাই
একবার বুক ফুলাইয়্যা কও দেখি ভাই
রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই
রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই
রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই





স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতে পারিনি বলে 
নাইরে আমার দু:খের কোন শেষ 
মনের বেতার কেন্দ্রে তবু গান গেয়ে যাই দিনে রাতে
আমার মাটি সোনার বাংলাদেশ ।।
ওরে মানুষ গাও সকলে বাংলাদেশের গান 
আল্লাহ তুমি থাইকো সহায় রাইখো দেশের মান ।।

দেশটা তোমার দেশটা আমার নাই ভেদাভেদ নাই 
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান আমরা সবাই ভাই ।।
স্বাধীনতা যুদ্ধে আমি রক্ত দিতে পারিনি বলে 
নাইরে আমার দু:খের কোন শেষ ।।
মনের বেতার কেন্দ্রে তবু গান গেয়ে যাই দিনে রাতে
আমার মাটি সোনার বাংলাদেশ ।।

জন্ম আমার এই দেশেতে অন্য কোথাও নও
সবুজ শ্যামল এই মাটিতে মরন যেন হয় ।।
স্বাধীনতা যুদ্ধে আমি জীবন দিতে পারিনি বলে 
নাইরে আমার দু:খের কোন শেষ ।।
মনের বেতার কেন্দ্রে তবু গান গেয়ে যাই দিনে রাতে
আমার মাটি সোনার বাংলাদেশ ।।



No comments:

Post a Comment