Thursday, May 7, 2015

prithibi jeno akta bojha-poem



পৃথিবীটা যেন একটা বোঝা
-------------এস এম মঈন

পৃথিবীর আনাচে কানাচে কোটি কোটি প্রাণের বসবাস
কোন প্রাণ গায় গান, সুখে করে উল্লাস
আবার কোন জীবন নির্মমতার চরমে করে উপবাস ।।
মাঝে মাঝে পৃথিবীতে আসাকে অনেক ধন্য মনে করি
আবার কিছু সময়-কেন এলাম ধরাতে তাই, কেঁদে কেঁদে মরি।
ধরুন : আমার জীবন ছিল, আনান্দেতে ভরা,
বাবা,মা আত্নীয় স্বজন ছিল আকাশ ভরা তারা।।
মায়া,ভালবাসা,মমতার কখনো ছিলনা কোন অভাব
হৃদয়টা তাই মমতা মাখা, সৎ আদর্শের স্বভাব ।।
চাইলেই পারিনা কোন অনিষ্টতার সাথে জড়াতে
জীবন গেলেও পারবোনা,দুষ্কার্য্য ছড়াতে ।।
কিন্তু যদি জীবন থেকে সবই দুরে চলে যায়
আপন সবাই ভুল বুঝে যদি আমাকেই ভুলে রয়,
তখন যদি কারো ভালবেসে জীবন কাটাতে চাই
সেও যদি মোর গলার কাটা হয়ে বিধতে চায়
তখন বল : কেমনে বাচি,
কারলাগি এই পৃথিবীতে আছি !
তখন ভাবি- আর নয় কারো জন্যে
পৃথিবীতে অন্যের তরে,হয়েছি শুধু হন্যে ।
তখনই আর লাগেনা ভালো, এ জীবন বোঝা বইতে
বারে বারে যেন ডুকরে কাঁদি
কেন ? বিধি তুমি দিলে পৃথিবী
এ বোঝা আর বইবোনা আমি
অবসান চাই,বিশ্রাম চাই --হে- অন্তর্যামী ।।।।।

No comments:

Post a Comment