Sunday, November 22, 2015

অামি বৈরাগী নই- এস এম মঈন

 অামি বৈরাগী নই
                                                   ----------- এস এম মঈন
জাত কুলমান সবই আছে
তোমার ধ্যানে মত্ত রই
আজব এই কারখানাতে
খাচায় বন্দি দিনে রাতে,
ক্ষণিকের মায়ার জ্বালে
আমি অধম পাগল নই ,
আমি তো বৈষ্ণবী নই 
অামি ভাই বৈরাগীতো নই ।।

আমি ভাই ষোলআনা,
ভাবিনা-দাড়ি মোচে জ্বটবাধাচুল জংলীপনা
নেশা করে মাতাল হয়ে ধুনচী নাচের ধার ধারিনা।।
আমি ধর্ম দিয়ে কর্ম সারি
অন্তরেতে কুরআন সই ।।
আমি তো বৈষ্ণবী নই 
অামি ভাই বৈরাগীতো নই ।।

লালনের বাউল পনা
বোকা মন খোদার তরে মজেই থাকে আরশীকোনা
আমি তাই সকল বাউল মনের করি আরাধনা।।
যেন উর্ধ্বলোকে বসত গড়ার 
একই তালে আরজি লই ।।
আমি তো বৈষ্ণবী নই 
অামি ভাই বৈরাগীতো নই ।।

No comments:

Post a Comment