Saturday, November 28, 2015

মালিক শাই - এস এম মঈন


মালিক শাই
                                                   - ---------- এস এম মঈন
ইয়া রাহমান, ইয়া রাহীম,
ইয়া মালিকি ইয়াওমিদ্দিন,
ইয়া রাহমাতুল্লিল আলামিন ।।
মালিক শাই --------
তুমি ছাড়া এই জগতে কোন গতি নাই
তুমিতো মাবুদ মাওলা  জপে মন সারাবেলা
তোমার ঐ মধুর নামে কোন শরীক নাই ।।

এই ভবেতে যতই দুরে যাইনা আমি হায়
গ্রহ উপগ্রহ সৌরজগতে ভিড়াই
যখন যেথায়  একাই রবো
শুন্য মনে একলা হবো।
সেই জগতেও আছো তুমি অধমের সহায় ।।

খাচার পাখির ডাকটা তুমি ঠিকই বুঝে লও
আকাশ বাতাস কাঁদলেও সে তুমিযে মিটাও ।।
তোমার অসীম ভালবাসায়
বুক পেতেছি আশায় আশায়
আরজী শুধু মালিক তোমায় কাছে যেন পাই ।।

Sunday, November 22, 2015

অামি বৈরাগী নই- এস এম মঈন

 অামি বৈরাগী নই
                                                   ----------- এস এম মঈন
জাত কুলমান সবই আছে
তোমার ধ্যানে মত্ত রই
আজব এই কারখানাতে
খাচায় বন্দি দিনে রাতে,
ক্ষণিকের মায়ার জ্বালে
আমি অধম পাগল নই ,
আমি তো বৈষ্ণবী নই 
অামি ভাই বৈরাগীতো নই ।।

আমি ভাই ষোলআনা,
ভাবিনা-দাড়ি মোচে জ্বটবাধাচুল জংলীপনা
নেশা করে মাতাল হয়ে ধুনচী নাচের ধার ধারিনা।।
আমি ধর্ম দিয়ে কর্ম সারি
অন্তরেতে কুরআন সই ।।
আমি তো বৈষ্ণবী নই 
অামি ভাই বৈরাগীতো নই ।।

লালনের বাউল পনা
বোকা মন খোদার তরে মজেই থাকে আরশীকোনা
আমি তাই সকল বাউল মনের করি আরাধনা।।
যেন উর্ধ্বলোকে বসত গড়ার 
একই তালে আরজি লই ।।
আমি তো বৈষ্ণবী নই 
অামি ভাই বৈরাগীতো নই ।।

Saturday, November 14, 2015

মন বানী- sm moin

gb evYx
Gm Gg gCb
†n weavZv cyiv Ki gbevYx
ci RM‡Z cvB †hb kvšÍxi D`¨vb Lvwb
Gn Rxe‡b †gvi gb Avkv bvwn †cjvg
†ZvgviB †cÖibvq †gvi Rxeb †Kvievb Kijvg |
fzeb gv‡S `ytL †Køk KZ wKQz †cjvg
Zey †n_vq kvšÍxi cš’v wb‡R †e‡Q wbjvg |
wnsmv we‡Øl fzwj †hb Mvwn Ze ¸bMvb ,
Zzwg LvwjK Zzwg gvwjK eywS †hb Zekvb |
Zey ÿgv Pvwn †gvi AbyZß cvc ivwk
c„w_exi †fvM wejvm mKj †Mvgivwn  |
fzwjbvB Gaivq mKj wKQz ÿb¯’vqx ,
g„‡Z¨i †cqvjv cvb Zvici ¯’vqx |
†Zvgvi Áv†b D™¢vwmZ †gvi gb cÖvb ,
Rvwb Rxe‡b hvnv Kwi‡ev iwn‡e A¤øvb |


prithibita akta bojha- sm moin



পৃথিবীটা যেন একটা বোঝা
-------------
এস এম মঈন

পৃথিবীর আনাচে কানাচে কোটি কোটি প্রাণের বসবাস
কোন প্রাণ গায় গান, সুখে করে উল্লাস
আবার কোন জীবন নির্মমতার চরমে করে উপবাস ।।
মাঝে মাঝে পৃথিবীতে আসাকে অনেক ধন্য মনে করি
আবার কিছু সময়-কেন এলাম ধরাতে তাই, কেঁদে কেঁদে মরি।
ধরুন : আমার জীবন ছিল, আনান্দেতে ভরা,
বাবা,মা আত্নীয় স্বজন ছিল আকাশ ভরা তারা।।
মায়া,ভালবাসা,মমতার কখনো ছিলনা কোন অভাব
হৃদয়টা তাই মমতা মাখা, সৎ আদর্শের স্বভাব ।।
চাইলেই পারিনা কোন অনিষ্টতার সাথে জড়াতে
জীবন গেলেও পারবোনা,দুষ্কার্য্য ছড়াতে ।।
কিন্তু যদি জীবন থেকে সবই দুরে চলে যায়
আপন সবাই ভুল বুঝে যদি আমাকেই ভুলে রয়,
তখন যদি কারো ভালবেসে জীবন কাটাতে চাই
সেও যদি মোর গলার কাটা হয়ে বিধতে চায়
তখন বল : কেমনে বাচি,
কারলাগি এই পৃথিবীতে আছি !
তখন ভাবি- আর নয় কারো জন্যে
পৃথিবীতে অন্যের তরে,হয়েছি শুধু হন্যে
তখনই আর লাগেনা ভালো, জীবন বোঝা বইতে
বারে বারে যেন ডুকরে কাঁদি
কেন ? বিধি তুমি দিলে পৃথিবী
বোঝা আর বইবোনা আমি
অবসান চাই,বিশ্রাম চাই --হে- অন্তর্যামী ।।।।।