নতুন জীবনের যাত্রা
----- এস এম মঈন
সব ফেলে যখন নতুনের স্বপ্ন
পীছু তাকানোর সময় নেই।
হাজার স্বপ্নের হাতছানি মাড়িয়ে
অন্য জীবনের স্বাদ নেই।।
সাজানো বাগান,কোকিলের সুর
হাজারো ফুলের গন্ধে মাতি
যখন মেঘের ভেলায় পার হবো বলে
মেঘ হলো মোর সাথী।।
তখনই এক অজানা বাতাসে
সাগরের পরে স্বপ্ন গুলো ভাসে ।।
যে স্বপ্নগুলোকে ধরতে হলে
ভেসে ভেসে যেতে হবে চলে।
হয়তো কখনো পাবো কিনার
আর তা না হলে মসজিদের মিনার ।।
আর তাই আজ চলেছি পেরিয়ে
সকল স্বপ্নকে পেছনে মাড়িয়ে ।।
ওপারের এক বাগান সাজানোর কাজে
মালি হয়ে রবো নিত্য দিনের মাঝে ।।
এ আমার জীবনের চরম ত্যাগের নব অধ্যয়
চেনা পথ ছেড়ে অচেনা আলোর যাত্রা
সত্যিই যেন গর্বিত হই, সকলের মাঝে আলোকিত হই
গড়ে তুলি যেন, জীবনের নতুন এক মাত্রা ।।