Monday, February 29, 2016

চোর হতে সাবধান- এস এম মঈন



চোর হতে সাবধান
----------এস  এম মঈন।

ডানে বামে চারিপাশে 
যেখানে যে আছেন
চোখ কান খোলা রেখে চলবেন।
মনের অজান্তে হারিয়ে যেতে পারে
আপনার পকেটের মুলধন ।।
হারিয়ে ফুরিয়ে যাওয়া
চুরিয়ে সরিয়ে নেওয়া
এমন মানব থেকে সরে যান ।
চোর হতে সাবধান ভাই 
চোর হতে সাবধান ।।

কেউবা চুরি করে কাগজের লেখাটা
স্বপ্নেও যা কখনো ভাবিনি,
পকেট মারের চুরি পকেটের সবকিছু
সেখানে কি ছিলো আগে দেখিনি ্।।
এদের নিকট থেকে দুরে যান ্।।ঐ

ঝাল পেজ মরিচের গুড়া চুরি যায়
কিচেনের সবকিছু যায়রে কোথায় ।
হাড়ি পাতিলের সাথে চাল ডাল যায় 
সোনা দানা সবই নেয় ছিচকে চোরায় ।।

আবার দেখা যায় মন চুরি করে নেয়
বাসার কাজের ঐ ছেলেটা 
গরু ছাগল চুরি,রাজার চেয়ার  চুরি
নাই হলো অফিসের ফাইলটা ।।
পুকুর চুরি করে সাধু বনে যায়
এমন সাধু থেকে দুরে যান ।। ঐ